সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৫

বিখ্যাত ব্যক্তিদের উপাধি

বঙ্গবন্ধু -- শেখ মুজিবুর রহমান(বাংলাদেশ)।
বাংকার্নো -- ডঃ আহমেদ সুকর্ন(ইন্দোনেশিয়া)।
বাপুজী -- মহাত্মা গান্ধী(ভারত)।
বাংলার বাঘ -- আশুতোষ মুখার্জী(ভারত)।
লেডি উইথ দি ল্যাম্প -- ফ্লোরেন্স নাইটঙ্গেল(ইটালী)।

লোকমান্য -- বালগঙ্গাধর তিলক(ভারত)।
শান্তির মানুষ -- লাল বাহাদুর শাস্ত্রী(ভারত)।
শের -ই বাংলা -- এ কে ফজলুল হক(বাংলাদেশ)।
শিল্পাচার্য -- অবনীন্দ্রনাথ ঠাকুর(ভারত)।
শিল্পাচার্য -- জয়নুল আরেদীন(বাংলাদেশ)।
সীমান্ত গান্ধী -- আব্দুল গাফফার খান(পাকিস্তান)।
সার্পেন্ট অব দি নাইল --রাণী ক্লিওপেট্রা(মিশর)।

টাইগার -- জর্জ ক্লেমেড(যুক্তরাজ্য)।
ডটার অব দ্যা ইস্ট -- (ফ্রান্স)।
বেনজীর ভুট্টো(পাকিস্তান)।
ডেজার্ট ফক্স -- জেনারেল রোমেল(যুক্তরাজ্য)।
ব­ইন্ড বার্ড -- হোমার(গ্রীস)।

বিদ্রোহী কবি -- কাজী নজরুল ইসলাম(বাংলাদেশ)।
বিশ্বকবি, কবিগুরু -- রবিন্দ্রনাত ঠাকুর(ভারত)।
ভারতের নাইটঙ্গেল -- সরোজিনী নাইডু(ভারত)।
মহান শাসক -- গিয়াসউদ্দিন বলবান(ভারত)।
মিঃ কে -- নিকিতা কুশ্চেভ(রাশিয়া)।
মাস্টারদা -- সূর্যসেন(বাংলাদেশ)।
ম্যান্ডারিন -- চীনা রাজ কর্মচারী(চীন)।

লিটল করপোরাল -- নেপোলিয়ন বোনাপোর্ট(ফ্রান্স)।
ইতিহাসের জনক -- হিরোডোটাস(গ্রীস)।
উত্তরের যাদুকর -- স্যার ওয়াল্টার স্কট(যুক্তরাজ্য)।
উন্মাদ সন্যাসী -- রাসপুটিন(রাশিয়া)।
কায়েদে-এ আজম -- মোহাম্মদ আলী জিন্নাহ(পাকিস্তান)।
গুর্খা -- নেপালী সৈন্য (নেপাল)।
গ্রান্ড ওল্ডম্যান -- ­গ্লাডস্টোন(যুক্তরাজ্য)।
গ্রান্ড ওল্ডম্যান -- দাদাভাই নওরোজী(ভারত)।

চে আর্নেসেটা -- চে গুয়েভারা(আর্জেন্টিনা)।
চাচা -- জওহরলাল নেহেরু(ভারত)।
জন বুল -- ইংরেজ জাতি(যুক্তরাজ্য)।
জি বি এস -- জর্জ বার্নার্ড শ’(যুক্তরাজ্য)।
দেশবন্ধু -- চিত্তরঞ্জন দাস(ভারত)।
নেতাজী-- সুভাষ বোস(ভারত)।
ফুয়েরার -- এডলফ(জার্মানী) হিটলার(এডলফ হিটলার)।
লৌহ মানবী -- মার্গারেট থ্যাচার(যুক্তরাজ্য)।

হার্ট সার্জন -- ডঃ উইলিয়াম ক্রিশ্চিয়ান বার্নার্ড(দক্ষিণ আফ্রিকা)।
আইনের শাসক -- আইজেন হাওয়ার(যুক্তরাষ্ট্র)।
আইনের শাসক -- আলফ্রেড দি গ্রেট(যুক্তরাজ্য)।
আংকেল হো -- হো চি মিন(ভিয়েতনাম)।
আতার্তুক -- কামাল পাশা(তুরস্ক)।
আধুনিক জার্মানীর জনক -- প্রিন্স বিসমার্ক(জার্মানী)।
আরবের নাইটিঙ্গেল -- উম্মে কুলসুম(মিশর)।
আয়রন ডিউক -- ডিউক অব ওয়েলিংটন(যুক্তরাজ্য)।
আয়রন চ্যান্সেলর -- প্রিন্স বিসমার্ক(জার্মানী)।
ইংরেজি কাব্যে জনক -- জিওফ্রে চসার(যুক্তরাজ্য)।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন