শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৫

চুক্তি, সনদ ও সম্মেলন

  1. প্রথম ভার্সাই সন্ধি -- যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য, ১৭৮০
  2. দ্বিতীয় ভার্সাই সন্ধি -- প্রথম বিশ্বযুদ্ধের মিত্রশক্তি ও জার্মানী, ১৯১৯
  3. আটলান্টিক সনদ -- যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য – ১৯৪১
  4. এ্যান্টার্কটিকা চুক্তি -- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও নিউজিল্যান্ড বনাম অষ্ট্রেলিয়া ও ফ্রান্স
  5. প্যারিস চুক্তি -- ফ্যান্স ও ব্রিটেন, ১৮১৪
  6. তাসখন্দ চুক্তি -- ভারত ও পাকিস্তান, ১০ জানুয়ারী, ১৯৬৬
  7. জর্ডান-ইসরাইল শান্তি চুক্তি -- জর্ডান ও ইসরাইল, ২৬ অক্টোবর, ১৯৯৪
  8. বাংলাদেশ-ভারত মৈত্রী চুক্তি -- বাংলাদেশ ও ভারত, ১৯ মার্চ, ১৯৭২
  9. ভারত-সোভিয়েত মৈত্রী চুক্তি -- ভারত ও সোভিয়েত ইউনিয়ন, ৯ আগস্ট, ১৯৭১
  10. সিমলা চুক্তি -- ভারত ও পাকিস্তান, ৩ জুলাই, ১৯৭২
  11. প্যারিস শান্তি চুক্তি -- যুক্তরাষ্ট্র ও ভিয়েতনাম, ১৯৭৩
  12. ক্যাম্প ডেভিড চুক্তি -- ইসরাইল ও মিশর, ১৭ সেপ্টেম্বর, ১৯৭৮
  13. ভারত-শ্রিলংকা শান্তি চুক্তি -- ভারত ও শ্রিলংকা, ২৯ জুলাই, ১৯৮৭
  14. ডেটন চুক্তি --বসনিয়া হার্জেগোবিনা, ক্রোয়েশিয়া ও সার্বিয়া, ২১ নভেম্বর, ১৯৯৫
  15. ম্যাসট্রিচট চুক্তি -- ইউরোপীয় ইউনিয়ন, ১৯৯২
  16. জেনেভা কনভেনশন -- ১২ আগষ্ট, ১৯৪৯
  17. জেনেভা চুক্তি -- ভিয়েতনাম ও ফ্রান্স, ২০ জুলাই, ১৯৫৪
  18. মলোটভ রিবেন থ্রোপ -- স্ট্যালিন ও হিটলার, ১৯৩৯
  19. হাভানা সনদ -- ৫৪ টি দেশ, ১৯৫৭
  20. আনজুস চুক্তি -- অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র, ১৯৫১
  21. এনপিটি চুক্তি -- ১৭০ টি দেশ, ১৯৬৮
  22. সিটিবিটি চুক্তি -- ৫টি শক্তিধর রাষ্ট্র, ২৪ সেপ্টেম্বর, ১৯৯৬
  23. সল্ট-১ -- যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন, ২৭ মে, ১৯৭২
  24. সল্ট-২ -- যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন, ১৮ জুন, ১৯৭৯
  25. স্টার্ট-২ -- যুক্তরাষ্ট্র ও রাশিয়া, ৩ জানুয়ারী, ১৯৯৩
  26. মহাশূন্য চুক্তি -- প্রায় ১০০ টি দেশ, ১০ অক্টোবর, ১৯৬৭
  27. নাফটা চুক্তি -- যুক্তরাষ্ট্র ও কানাডা, ১৪ সেপ্টেম্বর, ১৯৯৩
  28. নানকিং চুক্তি -- ব্রিটেন ও চীন, ১৮৪২
  29. ডেটন চুক্তির ফলাফল -- বসনিয়া ও হার্জেগোবিনার যুদ্ধ অবসান
  30. ডেটন কি -- ডেটন বিমান ঘাটি, যুক্তরাষ্ট্র
  31. তাসখন্দ চুক্তির লক্ষ্য ছিল -- ভারত ও পাকিস্তান যুদ্ধের অবসান
  32. আটলান্টিক সনদের মূল লক্ষ্য ছিল -- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পেক্ষাপটে বিশ্ব শান্তি ও সমৃদ্ধি রক্ষা
  33. আটলান্টিক সনদে যুক্তরাষ্ট্রের পক্ষে কে স্বাক্ষর করেন -- ফ্রাংকলিন রুজভেল্ট
  34. আটলান্টিক সনদে ইংল্যান্ডের পক্ষে কে স্বাক্ষরকরেন -- উইনস্টর চার্চিল
  35. প্যারিস শান্তি চুক্তির ফলাফল -- ভিয়েতনাম যুদ্ধের অবসান
  36. জেনেভা চুক্তির ফলাফল -- ভিয়েতনামকে উত্তর ও দক্ষিণ দুই অংশে বিভক্তি করে রাষ্ট্র গঠন
  37. জেনেভা কনভেনশনে অংশগ্রহনকারী দেশ -- ৫টি
  38. জেনেভা বনভেনশনের লক্ষ্য -- যুদ্ধাহত ও যুদ্ধবন্দিদের ন্যায় বিচারের জন্য আচরণবিধি প্রনয়ণ
  39. সিমলা চুক্তিতে ভারতের পক্ষে স্বাক্ষর করেন -- শ্রীমতি ইন্দিরা গান্ধী
  40. সিমলা চুক্তিতে পাকিস্তানের পক্ষে স্বাক্ষর করেন -- জুলফিকার আলী ভুট্টা
  41. শিমলা চুক্তির উদ্দেশ্য -- প্রত্যেক দেশের জাতীয় সংহতি, অখন্ডতা,স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা
  42. শিমলা কোথায় অবস্থিত – ভারতে
  43. ম্যাসট্রিচট চুক্তি স্বাক্ষরিত হয় -- ১৯৯২ সালে
  44. ম্যাসট্রিচট চুক্তি অনুমোদিত হয় -- ২১ মে, ১৯৯৩
  45. ম্যাসট্রিচট চুক্তির প্রত্যক্ষ ফল -- অভিন্ন ইউরো মুদ্রা চালূ
  46. ম্যাসট্রিচট অবস্থিত – নেদারল্যান্ডে
  47. ক্যাম্প ডেভিড চুক্তির মধ্যস্থতাকারী ছিলেন -- সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার
  48. ক্যাম্প ডেভিড চুক্তির লক্ষ্য ছিল -- মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপন
  49. ক্যাম্প ডেভিড চুক্তির প্রতিক্রিয়া ছিল -- মিশরকে আরবলীগ ও ওআই সি থেকে বহিস্কার
  50. ক্যাম্প ডেভিড কোথায় অবস্থিত – যুক্তরাষ্ট্রে
  51. হাভানা সনদের লক্ষ্য ও উদ্দেশ্য কি -- বিশ্ব উন্নয়ন ত্বরান্বিত করা
  52. হাভানা সনদে স্বাক্ষর করে -- ৫টি দেশ
  53. এনপিটি চুক্তির উদ্দেশ্য -- পারমানবিক অস্ত্র বিস্তার রোধ
  54. এনপিটি চুক্তি কবে স্বাক্ষরিত হয় -- ১৯৬৮ সালে
  55. এনপিটি চুক্তি কবে কার্যকর হয় -- ১৯৭০ সালে
  56. এনপিটি চুক্তিতে কতটি দেশ স্বাক্ষর করে -- ১৭০ টি
  57. কোন চুক্তির মাধ্যমে ইউরোপীয় দেশের পার্সপোর্ট ও অন্যান্য প্রথা রহিত হয় -- চেনজেন চুক্তি
  58. আমেরিকার ‘স্বাধীনতা চুক্তিটি’ পরিচিত -- প্রথম ভার্সাই চুক্তি
  59. প্রথম ভার্সাই চুক্তির ফলাফল ছিল -- আমেরিকার স্বাধীনতা অর্জন
  60. দ্বিতীয় ভার্সাই চুক্তির লক্ষ্য ও উদ্দেশ্য ছিল -- জার্মানীকে যুদ্ধাপরাধী সাব্যস্ত করা
  61. দ্বিতীয় ভার্সাই চুক্তির ফলাফল ছিল -- জার্মানী যুদ্ধের ক্ষতিপূরন দানে বাধ্য হয়
  62. ইরানী পার্লামেন্ট কোন চুক্তিটি অনুমোদনে অস্বীকৃতি জানাচ্ছে -- নিউক্লিয়া নন-প্রোলিফারেশন ট্রিটি (এসপিটি)
  63. সিটিবিটি চুক্তির লক্ষ্য ছিল -- পারমানবিক পরীক্ষা নিষিদ্ধকরণ
  64. সিটিবিটি জাতিসংঘ সাধারণ পরিষদ কবে অনুমোদন করে – ১০ সেপ্টেম্বর, ১৯৯৬
  65. সিটিবিটি জাতিসংঘে উত্থাপন করে – অস্ট্রেলিয়া
  66. সিটিবিটি চুক্তির পক্ষে ভোট দেয় -- ১৫৮ টি দেশ
  67. সিটিবিটি চুক্তির বিপক্ষে ভোট দেয় -- ৩ টি, ভুটান, লিবিয়া ও ভারত
  68. লিবিয়া কবে সিটিবিটি চুক্তি অনুমোদন করে -- ৬ জানুয়ারী, ২০০৪
  69. বর্তমানে পারমানবিক অস্ত্র ও চুল্লি অধিকারী দেশ -- ৪৪ টি
  70. বৃহৎ শক্তিধর ৫টি দেশ সিটিবিটি-তে স্বাক্ষর করে -- ২৪ সেপ্টম্বর, ১৯৯৬
  71. এখনও সিটিবিটি অনুমোদন করেনি -- বাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীন
  72. উত্তর আয়ারল্যান্ড সম্পর্কিত শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় -- ১০ জুলাই, ১৯৯৮
  73. ‘স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তি’ কার্যকর হয় --১৯৯৯ সাল
  74. ‘শান্তির জন্য ভূমি’ চুক্তিটি ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে স্বাক্ষরিত হয় --২৩ অক্টোবর, ৯৮ (হোয়াইট হাউজ)
  75. ‘নিরাপদ করিডোর’ চুক্তি ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে স্বাক্ষরিত হয় -- ৫ অক্টোবর, ১৯৯৯
  76. ‘মলোটভ রিবেন থ্রোপ’ হলো -- স্ট্যালিন ও হিটলারের মধ্যে স্বাক্ষরিত চুক্তি
  77. ‘মলোটভ রিবেন থ্রোপ’ চুক্তিটি স্বাক্ষরিত হয় --১৯৩৯ সালে
  78. আনজুস চুক্তি কোন কোন দেশের মধ্যে স্বাক্ষরিত হয় -- অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও নিউজিল্যান্ড
  79. আনজুস চুক্তি কবে স্বাক্ষরিতহয় -- ১৪ সেপ্টম্বর, ১৯৫১
  80. আনজুস চুক্তি উদ্দেশ্য -- প্রশন্ত মহাসাগর অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা
  81. ইরান-রাশিয়া পারমানবিক চুক্তি স্বাক্ষর করে -- ২৫ ডিসেম্বর, ২০০২
  82. ফ্যালকন চুক্তি স্বাক্ষর করে -- ভারত ও ইসরাইল
  83. ফ্যালকন চুক্তি হলো -- ফ্যালকন রাডার সিস্টেম চুক্তি
  84. এ্যান্টার্কটিকা চুক্তিটি স্বাক্ষরিত হয় -- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও নিউজিল্যান্ড বনাম অষ্ট্রেলিয়া ও ফ্রান্স
  85. এ্যান্টার্কটিকা চুক্তির উদ্দেশ্য -- এ্যান্টার্কটিকা মহাদেশকে দুপক্ষ মিলে শাসন করা
  86. সল্ট-১ চুক্তিটির উদ্দেশ্য -- এ্যান্টি ব্যালিস্টিক সিস্টেম সীমিতকর
  87. সল্ট-২ চুক্তিটির উদ্দেশ্য -- আক্রমণাত্মক অস্ত্র ২৪০০ মধ্যে সীমিতকরণ
  88. নান কিং চুক্তি উদ্দেশ্য ও ফলাফল -- ব্রিটেন চীনের নিকট থেকে হংকং লাভ
  89. চীন কেন নান কিং চুক্তি কবতে বাধ্য হয় -- অহিফেনের(১৮৪০-’৪২) যুদ্ধে পরাজিত হয়ে
  90. স্ট্যার্ট-টু চুক্তিটি কবে স্বাক্ষরিত হয় -- ৩ জানুয়ারী, ১৯৯৩ (যুক্তরাষ্ট্র ও রাশিয়া)
  91. স্ট্যার্ট-টু চুক্তিটির উদ্দেশ্য -- পারমানবিক ক্ষেপনাস্ত্র হ্রাসকরণ
  92. ভারত-বাংলাদেশ মৈত্রী চুক্তির উদ্দেশ্য -- ২৫ বছর মেয়াদী মৈত্রী, শান্তি ও সহযোগিতা
  93. ভারত-বাংলাদেশ মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয় -- নয়াদিল্লী, ভারত
  94. ইরাক-ইরান যুদ্ধ বিরতি চুক্তি কবে স্বক্ষরিত হয় -- ২০ সেপ্টম্বর, ১৯৮৮

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন