রবিবার, ১ মার্চ, ২০১৫

এক নজরে বাংলাদেশে পরিচালিত অপারেশনসমূহ

১. অপারেশন Jackpot - 1971 সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানী নৌ শক্তিকে ধ্বংস করার জন্য পরিচালিত অভিযান।
২. অপারেশন Search Light - 1971 সালের 25 March বাঙ্গালিদের ওপর পাকিস্তানের বর্বর ও নির্মম হামলা।
৩. অপারেশন Close Door - 1971 সালের মুক্তিযুদ্ধের পর অবৈধ অস্ত্র জমা নেওয়ার অভিযান।
৪. অপারেশন C ANGEL - 1991 সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ের সময় মার্কিন সেনাবাহিনী পরিচালিত ত্রাণ কার্যক্রম এর সাংকেতিক নাম।
৫. অপারেশন Manna - 1991 সালে উপকূলীয় ঘূর্ণিঝড় উপদ্রুত এলাকায় ব্রিটিশ রাজকীয় নৌবাহিনী কর্তৃক পরিচালিত ত্রাণ তৎপরতা।
৬. অপারেশন Striking Force - 2002 সালে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ নিওন্ত্রনের জন্য বিশেষ অভিযান।
৭. অপারেশন Clean Heart - 16 Oct, 2002 - 9 Jan, 2003 পর্যন্ত বাংলাদেশে সন্ত্রাসী ও অপরাধীদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য যৌথবাহিনী কর্তৃক পরিচালিত অভিযান।
৮. অপারেশন C ANGEL-2 - 2007 সালের ভয়াবহ ঘূর্ণিঝড় সিডর এর সময় মার্কিন সেনাবাহিনী পরিচালিত ত্রাণ কার্যক্রম এর সাংকেতিক নাম।
৯. অপারেশন নবযাত্রা - 2007 সালে দেশব্যাপী ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র প্রণয়নের কর্মসূচি।
১০. অপারেশন মানুষের জন্য - ২০০৭ সালের ভয়াবহ ঘূর্ণিঝড় সিডর আক্রান্ত এলাকায় মানুষের সাহায্য ও পুনর্গঠনে বিডিআর কর্তৃক পরিচালিত অভিযান।
১১. অপারেশন রেবেল হান্ট - ২৫ ও ২৬ FEB, ২০০৯; বিডিআর সদর দপতর পিলখানায় হত্যাযজ্ঞে জড়িতদের গ্রেফতার পরিচালিত অভিযান।
১২. অপারেশন চ্যানেল রেইডার্স - বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত চুরাচালানবিরোধী বিশেষ অভিযান।
১৩. অপারেশন ডালভাত - নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য সহনীয় পর্যায়ে রাখতে বিডিআর কর্তৃক নির্দিষ্ট দামে পণ্য বিক্রি করার অভিযান।
১৪. অপারেশন নিত্যপণ্য - নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য সহনীয় পর্যায়ে রাখতে আনসার-বিডিপি কর্তৃক নির্দিষ্ট দামে পণ্য বিক্রি করার অভিযান।
১৫. অপারেশন জাটকা - 9 cm এর কম length এর ইলিশ নিধন বন্ধ করতে বাংলাদেশ Coast Guard কর্তৃক পরিচালিত অভিযান।
১৬. অপারেশন Spider Wave - চোরাচালান দমনে বাংলাদেশ Coast Guard কর্তৃক পরিচালিত অভিযান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন