শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৫

৩৫তম বিসিএস প্রস্তুতি : সাধারণ জ্ঞান

আন্তর্জাতিক
✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿
১. বিশ্বের বৃহত্তম সৌরচালিত নৌকা-
উত্তর : এম টুরানোর প্লানেট সোলার।
২. বিশ্ব বাণিজ্য সংস্থার নতুন তিন সদস্য দেশ-
উত্তর : রাশিয়া, সামোয়া ও মন্টিনিগ্রো।
৩. ৫ আগস্ট ২০১১ নাসা কর্তৃক প্রেরিত মানুষবিহীন নভোযান-
উত্তর : জুনো।
৪. বিশ্বের জনসংখ্যা ৭০০ কোটি হয়-
উত্তর : ৩১ অক্টোবর ২০১১।
৫. ঞযব ত্বেবহ ইড়ড়শ গ্রন্থটির লেখক-
উত্তর : কর্নেল গাদ্দাফি।
৬. ঘউও কোন দেশভিত্তিক আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা?-
উত্তর : যুক্তরাষ্ট্র।
৭. জাতিসংহের প্রথম মহাসচিব কে ছিলেন?-
উত্তর : ট্রিগভেলি।
৮. বিশ্বের প্রথম এবং একমাত্র কম্পিউটার জাদুঘরটি কোথায় অবস্থিত?-
উত্তর : যুক্তরাষ্ট্রে।
৯. লেজার রশ্মি যে আবিষ্কার করেন-
উত্তর : মাইম্যান ১৯৬০ সালে।
১০. দক্ষিণ আফ্রিকা শ্বেতাঙ্গ শাসনে ছিল-
উত্তর : ৩৪২ বছর।
১১. উপমহাদেশে প্রথম রেলগাড়ি চালু হয়-
উত্তর : ১৮৫৩ সালে।
১২. সৃজনশীল পদ্ধতিতে পাঠদান পদ্ধতির উদ্ভাবক কে?-
উত্তর : মনোবিজ্ঞানী বেঞ্জামিন স্যামুয়ে ব্লুম (যুক্তরাষ্ট্র)।
১৩. ‘দ্যা গ্রান্ড ডিজাইন’ গ্রন্থের লেখক কে?-
উত্তর : স্টিফেন হকিং।
১৪. আধুনিক পুলিশের জনক কে?-
উত্তর : স্যার রবার্ট পিল (ব্রিটেন)।
১৫. বিশ্বের পঞ্চম বৃহত্তম সীমান্ত কোনটি?-
উত্তর : বাংলাদেশ-ভারত সীমান্ত।
১৬. ‘বনি ওয়ালিদ’ শহর কোন দেশে অবস্থিত?-
উত্তর : লিবিয়া।
১৭. ইউরোপীয় ইউনয়নের চুক্তির আওতায় কোন দুটি দেশ ইউরো চালু করতে বাধ্য নয়?-
উত্তর : ডেনমার্ক ও যুক্তরাজ্য।

1 টি মন্তব্য: