বুধবার, ৩১ ডিসেম্বর, ২০১৪

বিজ্ঞান ও প্রযুক্তি

১. স্মার্ট ফোনের শীর্ষ বাজার কোন দেশ?
-- চীন (2nd USA)

২. বিশ্বের বৃহত্তম ই-কর্মাস বা অনলাইনভিত্তিক বেচাকেনার প্রতিষ্ঠানে নাম কি?
-- আলিবাবা (চীন)

৩. গুগলের অপারেটিং সিস্টেম অ্যান্ডয়েডের সর্বশেষ সংস্করণের নাম কি?
-- ললিপপ

৪. কে কবে LED আবিষ্কার করে ?
-- রুশ বিজ্ঞানী লোসেভ, ১৯২৭ সালে

৫. Copy, paste এর উদ্ভাবক কে?
-- ল্যারি টেসলার

৬. বিশ্বের প্রযুক্তির রাজধানী বলা হয় কোন শহরকে?
- সিউল , দক্ষিণ কোরিয়া

৭. গুগল প্লাসের জনক কে?
-- বাবাক পারভিজ

৮. সামাজিক যোগাযোগ সাইট টুইটার কবে বাংলা ভাষা চালু করে ?
-- ১৯ আগস্ট ২০১৪

৯. মোবাইল ডিভাইসের প্রাণ বলা হয়
-- অ্যাপ কে

১০. জনপ্রিয় মোবাইল কি?
-- ট্যাঙ্গো, স্পাটিফাই, ফায়ার ক্লোক, জিমেইল, আইওএস প্রযুক্তি

১১. ফেসবুক ব্যবহারে শীর্ষে
--যুক্তরাষ্ট্র( ২য় ভারত)

১৩. ফিনল্যাণ্ড ভিত্তিক মোবাইল ‘নকিয়া‘ র বর্তমান নাম
-- মাইক্রোসফট মোবাইল

১৪. মানুষের তৈরী রোবট > রোজেটা

১৫. মহাকাশাযান ফিলের মাধ্যম ধুমকেতু পি-৬৬ এ অবতরণ করে কবে?
-- ১২ নভে: ২০১৪

১৬. OCR--এর পূর্ণরুপ কি?
-- Optical Character Recognition