রবিবার, ১ মার্চ, ২০১৫

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার

বাংলা ভাষা ও সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ১৯৬০ সাল থেকে প্রতি বছর বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয়। এ বছর সাতটি বিভাগে এ পুরস্কার প্রদান করা হয়েছে।

শিহাব সরকার
বিভাগ : কবিতা
জন্ম : ২ মার্চ ১৯৫২
প্রকাশিত বই : ৩০টি
উল্লেখযোগ্য বই : লাল যৌবন দিন, জয় হবে দীর্ঘশ্বাস, ভূত তাড়াবার শ্লোক, কবিতারহস্য, কলেজে প্রথম দিন, দুঃস্বপ্নের পাত্রপাত্রী, লাইলী মজনু, গদ্যের হাট।
মঈনুস সুলতান
বিভাগ : ভ্রমণ সাহিত্য
জন্ম : ১৭ এপ্রিল ১৯৫৬ সাল
প্রকাশিত বই : ১২টি
উল্লেখযোগ্য বই : সংসার ভাসে জলে: ভিয়েতনামের ভ্রমণ কথা, জিম্বাবুয়ে: বোবা পাথর সালনিনি, কাবুলের ক্যারাভান করাই, শত সন্ন্যাসী সহস্র মন্দির : লাওস ভ্রমণের বৃত্তান্ত।
শান্তনু কায়সার
বিভাগ : প্রবন্ধ
জন্ম : ৩০ ডিসেম্বর ১৯৫০
প্রকাশিত বই : ৪৭টি
উল্লেখযোগ্য বই : জন্মশতবর্ষে অন্ধৈত মল্লবর্মণ, তৃতীয় মীর, বাংলাদেশের নাটক, নাট্যতত্ত্বের ইতিহাস, সার্ধশতবর্ষে রবীন্দ্রনাথ, নজরুল কেন নজরুল, নাট্যত্রয়ী।
জাকির তালুকদার
বিভাগ : কথাসাহিত্য
জন্ম : ২০ জানুয়ারি ১৯৬৫
প্রকাশিত বই : ৩৩টি
উল্লেখযোগ্য বই : মুসলমানমঙ্গল, কবি ও কামিনী, হাঁটতে থাকা মানুষের গান, পিতৃগণ, কুরসিনামা, যোজনগন্ধা, বিশ্বাসের আগুন, গোরস্তানে জ্যোৎস্না।
খালেক বিন জয়েনউদদীন
বিভাগ :শিশুসাহিত্য
জন্ম : ২৪ জানুয়ারি ১৯৫৪
প্রকাশিত বই : ৬০টি
উল্লেখযোগ্য বই : ধানসুপারি পানসুপারি, আতা গাছে তোতা পাখি, বকুলবনে জোছনাপরি, পালকি চলে গগনতলে, বাংলাদেশের স্বাধীনতা ও বঙ্গবন্ধু।
ভূইয়া ইকবাল
বিভাগ :গবেষণা
জন্ম : ২২ নভেম্বর ১৯৪৬
প্রকাশিত বই : ১৫টি
উল্লেখযোগ্য বই : রবীন্দ্রনাথের একগুচ্ছ পত্র, রবীন্দ্রনাথ ও মুসলমান সমাজ, আবুল কালাম শামসুদ্দীন, বুদ্ধদেব বসু, আনোয়ার পাশা।
আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন
বিভাগ : মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য
জন্ম : ১০ জানুয়ারি ১৯৬০। প্রকাশিত বই : ২৫টি উল্লেখযোগ্য বই : মুক্তিযুদ্ধের আঞ্চলিক ইতিহাস, ভাষা আন্দোলনের আঞ্চলিক ইতিহাস, ঢাকা : ১৯৭১, মুক্তিযুদ্ধের গ্রন্থ পঞ্জিকা, বাংলাদেশের ইতিহাস ১৯০৫-১৯৭১, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও মুসলিম বিশ্ব
বাংলা একাডেমির সৈয়দ ওয়ালীউল্লাহ পুরস্কার
প্রথমবারের মতো বাংলা একাডেমি প্রবর্তিত বহির্বিশ্বে যারা বাংলা ভাষা ও সাহিত্যকে তুলে ধরেছেন তাদের মধ্যে কানাডা প্রবাসী কবি ও লেখক ইকবাল হাসান (১৯৫২) ও সৈয়দ ইকবালকে (১৯৫৩) সৈয়দ ওয়ালীউল্লাহ সাহিত্য পুরস্কার প্রদান করা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন